মধুপুরে ২২ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার

351

মধুপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের মধুপুরে দুই লাখ বিশ হাজার টাকা মূল্যের হেরোইন ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) মধুপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মধুপুরের কাকরাইদ এলাকায় হযরত আলীর খাওয়ার হোটেলের সামনের রাস্তায় অভিযান চালায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জের মহিপুর (মিয়াপাড়া) গ্রামের মৃত সৌকত আলীর ছেলে হেলাল উদ্দিন (৪০) এবং মধুপুরের কাকরাইদ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে লাল মিয়কে (২২) গ্রেফতার করে। আসামীদের তল্লাশী করে ২২ গ্রাম হেরোইনসহ (যার মূল্য ২ লাখ ২০ হাজার টাকা) একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল টিনিউজকে জানান, মধুপুর থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে বুধবার (২৭ জানুয়ারি) সকালে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Comments are closed.

ব্রেকিং নিউজঃ