মধুপুরে স্বাস্থ্য খাতে সুশাসন ও ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পেইন

64

মধুপুর প্রতিনিধি ॥
মধুপুরে স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করণ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেরণায় সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর শাখার উদ্যোগে স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালিত হয়।




এতে সভাপতিত্ব করেন মধুপুর সনাকের সম্মানিত সনাক সদস্য এবং ইয়েস উপকমিটির আহবায়ক বজলুর রশিদ খান। ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আব,ু উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, টিআইবির মধুপুর এরিয়া কো- অর্ডিনেটর জিনিয়া গ্লোারিয়া ¤্রং প্রমুখ। মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা চত্ত¦র থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে সনাক অফিসে গিয়ে শেষ হয়। এতে ইয়েস সদস্য, ছাত্র-ছাত্রী, এসিজি ও সনাক সদস্যরা উপস্থিত ছিলেন।