মধুপুরে সনাক ও টিআইবি’র উদ্যোগে মানববন্ধন

0 262

1মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিশ্বব্যাপী জলবায়ু পদযাত্রার সাথে সংহতি জানিয়ে ‘জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ ঋণ নয়, অনুদান চাই’ দাবিতে মানবনন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কনিবার দুপুরে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল  আলম মনির সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সনাক সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, এনজিও ফোরামের সভাপতি তপন কুমার গুণ, সনাকের সিএফজি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ইউজিন নকরেক, বেসরকারি প্রতিষ্ঠান সেতু’র শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান এবং পরিবার ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রজেক্ট অফিসার জুলহাস উদ্দিন বক্তব্য রাখেন।
টিআইবি’র এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বক্তারা বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিজনিত জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বে বাংলাদেশসহ সকল দেশ, মানুষ ও প্রাণ-প্রকৃতির জন্য এক বিরাট হুমকি। তার বিপরীতে সরকার সমূহের গৃহীত পদক্ষেপ ও পরিকল্পনা দীর্ঘদিন যাবত অপ্রতুল ও মন্থর বলে প্রতীয়মান। কিন্তু সাধারণ মানুষের উদ্বেগ, কার্যকর পদক্ষেপের সোচ্চার দাবি ও শান্তিপূর্ণভাবে তা বিশ্ববাসীকে জানান দেবার প্রচেষ্টার ফলে সাম্প্রতিক সময়ে সরকার, রাজনৈতিক ও সামাজিক কর্মী এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও নানা পেশার নাগরিকগণ  কর্মসূচি, পদক্ষেপ গ্রহণ করেছেন। আর এরই অংশ হিসেবে আজকের এই মানবনন্ধন।
বক্তারা আরো বলেন, আমাদের সকলের প্রচেষ্টায় রক্ষা পাক আমাদের ভবিষ্যৎ, সভ্যতা ও পৃথিবী। আসুন আমরা সবাই মিলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। বিশ্ববাসীর সাথে নিজেকে সম্পৃক্ত করি। এ সময় জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার জন্য সনাকের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। মানববন্ধনে সনাক-ইয়েস সদস্যবৃন্দ, বিভিন্ন এনজিও এবং সমমনা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ অংশগ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ