মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর আরোহী নিহত ও একজন আহত হয়েছে। রবিবার (৪ জুন) দুপুরে গারোবাজার-কাকরাইদ সড়কের মহিষমারা ইউনিয়নের হাজী বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘাটাইল উপজেলার তিন কিশোর সকালে বাড়ি থেকে একটি মোটরসাইকেল নিয়ে মধুপুরের রাবার বাগানে বেড়াতে বের হয়। রাবার বাগান দেখে ফেরার পথে মহিষমারা ইউনিয়নের হাজীবাড়ি মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়। আহত হয় অপর আরোহী। নিহতরা হলো- ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে সাব্বির হোসেন (১৮), একই গ্রামের রমজান আলীর ছেলে হাবিবুর রহমান হাবিব (১৬)। আহত আনিছুর রহমানের ছেলে সাদিক (১৮)। আহত মোটরসাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে মধুপুর থানায় আনা হয়েছে।
মধুপুর থানার (ওসি তদন্ত) মুরাদ হোসেন জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই কিশোর নিহত ও একজন আহত হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত একজনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি।