মধুপুরে নির্বাচনে জমে উঠেছে চাচা-ভাতিজার লড়াই
মধুপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় জমে উঠেছে চাচা-ভাতিজার লড়াই। ভোটের মাঠে আপন ভাতিজা হয়েছেন চাচার প্রতিদ্বন্দ্বী। টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের চিত্র এটি।
এ ওয়ার্ডের (টেবিল ল্যাম্প) প্রতীকে নির্বাচন করছেন সরকার পরিবারের চাচা শাহাদত হোসেন তোতা আর (পানির বোতল) প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বীতা করছেন ভাতিজা জাইদুল ইসলাম সরকার। নির্বাচনে চাচা ও ভাতিজা জয়ের ব্যাপারে উভয়েই আশাবাদী। পৌরসভায় চাচা-ভাতিজার নির্বাচনী লড়াইয়ে কে হারে কে জিতে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।