মধুপুরে দুর্নীতি বিরোধী পথনাটক ‘এখনই থামান’ প্রদর্শিত
মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে টিআইবি-সচেতন নাগরিক কমিটি-সনাক’র ইয়েস গ্রুপ সদস্যদের অভিনয়ে দুর্নীতি বিরোধী পথনাটক ‘এখনই থামান’ এর চতুর্থবারের মতো মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার লাউফুলা বাজারে প্রদর্শিত দুর্নীতি বিরোধী ওই নাটকে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, জলবায়ু অর্থায়নে সুশাসন ও ভূমি খাতে বিরাজমান দুর্নীতির চিত্র ফুটে উঠে।
সনাক সূত্র জানায়, অশুভ আর দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সোচ্চার করতে নাটক একটি বিশেষ মাধ্যম। সরকারি সেবা খাতে প্রত্যহ ঘটে যাওয়া দুর্নীতি ও বঞ্চনার চিত্র ফুটিয়ে তুলতে জনসচেতনতা সৃষ্টির এ মাধ্যমকে ক্রিয়াশীল করা জরুরী। তরুণদের ভূমিকার প্রতি সাধারণ মানুষের দৃষ্টি ও বিশ্বাস গভীর। তাই সমাজের অসঙ্গতিগুলো পরিবর্তনের লক্ষ্যে টিআইবি’র ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট-ইয়েস এর সৃষ্টি এই নাটক দুর্নীতি বিরোধী চেতনা জাগ্রত করতে সহায়কের ভূমিকা রাখবে।
নাটকে অভিনয় করেন ইয়েস লিডার এস.এম সবুজ, জাহিদুল ইসলাম, সদস্য রায়হান সজীব, হেলাল উদ্দিন, মানিক, ঝর্ণা বিশ্বাস, আসিফ, মোস্তাফিজুর, আসকের, হাফিজুর প্রমূখ ।