মধুপুরে ঝটিকা মিছিল থেকে দুই শিবিরকর্মীকে আটক

230

index_109008 copyমধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ছাত্র শিবিরের ঝটিকা মিছিল থেকে রুবেল (২৪) ও আল আমিন (২২) নামের দুই শিবির কর্মীকে আটক করেছে মধুপুর থানার পুলিশ। সংগ্রাম শিমুল গ্রামের জোয়াহের আলী তালুকদারের ছেলে রুবেল ও জোয়াদ আলীর ছেলে আল আমিন। বুধবার রাতে উপজেলা পৌর শহরের নতুন বাজার হাটখোলা এলাকা থেকে পুলিশ তাদের আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক আদালতের আপিল বিভাগ জামায়াত নেতা যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামির ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার হরতালের ডাক দেয়। হরতালের পক্ষে মধুপুর জামাত-শিবিরের উদ্যোগে হাটখোলা এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। খবর পেয়ে পুলিশ স্থানীয় জনগনের সহযোগিতায় ধাওয়া করে শিবিরকর্মী রুবেল ও আল আমিনকে আটক করে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান,  এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।