মধুপুরে চুরি করা গরু বাছুরসহ ফেরত দিলো চোর

0 109

স্টাফ রিপোর্টার ॥
গরু চুরি করে বাছুরসহ গরুর মালিককে ফেরত দিলেন গরু চোর। গত বছরের নভেম্বর মাসে শাহজাহান আলীর শংকর জাতের একমাত্র গাভীটি চুরি হয়ে যায়। চুরি হওয়ার সময় গাভীটি পাঁচ মাসের গর্ভবতী ছিল। পাঁচ মাস আগে চুরি হওয়া কালো রংয়ের গরুটি বাছুরসহ ফেরত পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলছেন, গরু চোরের শুভবুদ্ধি হয়েছে বলেই সে বাছুরসহ গরু ফেরত দিয়ে গেছেন।




রোববার (১২ মার্চ) ভোরে শাহজাহান আলীর বাড়ির পেছনের একটি বাছুর ও গরুটি বাঁধা অবস্থায় পাওয়া গেছে। এমন ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামে। শাহজাহান আলী ওই গ্রামের মসলিম উদ্দিনের ছেলে। তিনি নরসিংদী সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত রয়েছেন।




জানা যায়, গত বছরের নভেম্বরে শংকর জাতের একমাত্র গরুটি চুরি হয়ে যায়। চুরি হওয়ার সময় গরুটি পাঁচ মাসের গর্ভবতী ছিল। প্রায় দেড় লাখ টাকা মূল্যের ওই গরু হারিয়ে তারা বিপাকে পড়ে যায়। এদিকে চোর গরু রেখে যাওয়ায় সেটি দেখতে শাহজাহানদের বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও স্বজনরা।




গরুটির মালিক শাহজাহান আলী বলেন, গরুটি না পেয়ে প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে গরু ও বাছুরটির নিরাপত্তার জন্য দোয়া করতাম। আজ রোববার সকালে ছেলে ঘটনাটি জানায় যে, গরুটি চুরি করেছিল তার সুমতি হয়েছে দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। আর দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।

 

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ