মধুপুরে আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মধুপুর প্রতিনিধি ॥
মধুপুরে আন্তর্জাতিক যুব দিবসে তথ্য অধিকার বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ইয়েস গ্রুপ মধুপুর শাখা। সোমবার (১৪ আগস্ট) সকালে ইদিলপুর উচ্চ বিদ্যালয় হল রুমে তথ্য অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রথীন্দ্র নাথ চক্রবর্তী, সনাক সদস্য এবং ইয়েস উপকমিটির আহবায়ক বজলুর রশিদ খান, সনাক সদস্য এবং স্যাটেলাইট এআই ডেস্ক আহবায়ক সাদের আলী, ইদিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান এবং আউশনারা ইউনিয়নের ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।
যুব দিবসের ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য মাজহারুল ইসলাম, দূর্নীতি বিরোধী শপথ পাঠ করান ইয়েস সদস্য উবায়দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কো- অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।