ভূঞাপুরে স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী

0 101

স্টাফ রিপোর্টার ॥
ইবরাহীম খাঁ সরকারী কলেজের সাবেক জিএস, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট মোন্নাফ আলী মুন্না এর দুইটি কিডনি নষ্ট হওয়ায় তার স্ত্রী লাভলী বেগম একটি কিডনি দিয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুরের সাবেক পৌর মেয়র ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত।




তিনি জানান, ভারতের রবীন্দ্রনাথ ট্যাগর হাসপাতালে বৃহস্পতিবার (৬ এপ্রিল) মোন্নার কিডনি প্রতিস্থাপন করেন ডাক্তার প্রতিক দাস। সফলভাবে অস্ত্রপাচারের পর মোন্না ও তার স্ত্রী লাভলী বেগম সুস্থ রয়েছেন। ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক জিএস, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোন্নাফ আলীর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন যাবত তিনি কিডনি জনিত সমস্যা নিয়ে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলে স্বামীর জীবন রক্ষায় স্ত্রী লাভলী বেগম তার একটি কিডনি প্রদান করেন।
চিকিৎসার ব্যয় নির্বাহ করতে গিয়ে মোন্নাফ সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। মোন্নাফ ও তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

 

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ