ভূঞাপুরে লিংক রোডের কাজ উদ্বোধন করলেন এমপি ছোট মনির
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে লিংক রোডের কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকেলে উপজেলার বীরহাটি এলাকায় ফলক উন্মোচন করে প্রধান অতিথি হিসেবে লিংক রোডের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেন, থানার ওসি ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা প্রমুখ।
এ সময় সড়ক বিভাগের অন্যন্য কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো একটি লিংক রোডের। কিন্ত বিগত সময়গুলোতে কোন জনপ্রতিনিধি তা বাস্তাবায়ন করেনি। নির্বাচনে আমার প্রতিশ্রুতি ছিলো লিংক রোড করে দেয়ার। প্রতিশ্রুতি হিসেবে আজ লিংক রোডের উদ্বোধন করা হলো। লিংক রোড করতে প্রায় ৫৬ কোটি টাকা খরচ হবে। লিংক রোডটি চালু হলে ভুঞাপুরে যানবাহন চলাচলে দুর্ভোগ কমবে।