স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে বেকারি ও অবৈধ বালুঘাটে অভিযান চালিয়ে ২ লাখ ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় ও শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আওয়াল ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভূঞাপুরে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালুঘাট পরিচালনা করছিল। এসব অবৈধ বালু ঘাট বন্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন বালুর ঘাট থেকে ১ লাখ ৪ হাজার টাকা জরিমানা আদায় ও বিপুল পরিমাণ বালু উত্তোলনের ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস করা হয়।
অপরদিকে, শুক্রবার দুপুরে উপজেলার বিভিন্ন বেকারিতে নোংরা, অস্বাস্থ্যকর ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে বেকারি সামগ্রী তৈরি করার অভিযোগে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫টি বেকারি থেকে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।
Prev Post
Next Post