ভূঞাপুরে বাংলা ড্রেজারের পাইপ আটক

0 196

23ভূঞাপুর সংবাদদাতাঃ
অবৈধ বালু উত্তোলন ও জনগণের চলাচলে বিঘœ ঘটানোর কারণে গত ডিসেম্বর মাসে বাংলা ড্রেজার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলার শয়তানের মোড় নামক স্থানে বাংলা ড্রেজার দিয়ে যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে স্থানীয় গাবসারার সাবেক ইউপি সদস্যের বাড়ির পাশে বড় গর্ত ভরাটের সময় উপজেলা নির্বাহী অফিসার আবদুল আওয়ালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বাংলা ড্রেজার মালিক কুকুদাইরের মৃত সোনজাব আলীর পুত্র সোহরাবের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। মাস পেরুতে না পেরুতেই পুনরায় উক্ত সোহরাব আলী রীতিমত সিএ-বি সড়কে “ধীরে চলুল সামনে গতিরোধক” সাইন বোর্ড টাঙ্গিয়ে ভিট তৈরি করে জনগণের চলাচলের বিগ্ন সৃষ্টি করে প্রশাসনের নাকের ডগায় জিগাতলা শয়তানের মোড় সংলগ্ন যমুনা নদী থেকে অবৈধপন্থায় বালু উত্তোলন করে প্রায় দেড় কিলোমিটার দূরে কুকাদাইর থেকে মাটি ভরাটের কাজ করছিল। প্রায় ১৫/২০ দিন যাবৎ দীর্ঘ সময় রাস্তায় গতিরোধক তৈরি করে কীভাবে একজন ব্যক্তি এমন দৃষ্টতা দেখাতে পারেন তা জনগন প্রশাসনের কাছে অভিযোগ করেন। অবশেষে মঙ্গলবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার পুলিশের সহায়তায় গতিরোধক অপসারণ করে কিছু পাইপ জব্দ করেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ