ভূঞাপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের মঞ্চে হামলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
ভূঞাপুর প্রতিনিধি ॥
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আন্তঃপ্রাথমিক ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে খেলার মাঠে অতর্কিতভাবে হামলা চালিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে খেলায় মঞ্চ ভাঙচুর, বঙ্গবন্ধু-বঙ্গমাতা ও প্রধানমন্ত্রীর ছবি সমম্বলিত ব্যানার ছেঁড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কটুক্তি করা ও অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঞ্ছিত করার ঘটনায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার দিন সন্ধ্যায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজ তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, মঞ্চ ভাঙচুর ও হামলার ঘটনার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।
গত ২৭ জুলাই বেলা ১১ টায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আন্তঃ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন ও কতিপয় শিক্ষকসহ ৭০-৮০ জন শিক্ষার্থী নিয়ে মঞ্চের কাছে এসে খেলাকে কেন্দ্র করে শিক্ষকদের ‘ভ্যানচালক’ ও ‘মুর্খ’ বলে কটুক্তি করেন এবং খেলা বন্ধ করতে বলেন।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কার অনুমতি নিয়ে এই মাঠে খেলা পরিচালনা করছেন। এটা কি ‘ইউএনও’র বাবার মাঠ। এটা আমার মাঠ বলেই মঞ্চ ভাঙচুর, বঙ্গবন্ধু-বঙ্গমাতা ও প্রধানমন্ত্রী ছবি সমম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে মঞ্চ ভাঙচুরসহ ইউএনও’কে নিয়ে অশ্লীল মন্তব্য করে প্রধান শিক্ষক মহীউদ্দিন। এ ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের শাস্তি ও বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. বেলাল হোসেন বরাবর লিখিত অভিযোগ করা হয়।