ভূঞাপুরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার ॥
ভূঞাপুরে দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার। মঙ্গলবার (৯ মে) উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন শ্রেণীর দায়িত্ব প্রাপ্তদের সাথে এ মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম, মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া বিনতে আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নূর মিনি, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ। এছাড়া সংবাদকর্মীদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন।