ভূঞাপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

0 85

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে খেলতে গিয়ে পাশের পুকুরে পানিতে ডুবে ফাতেমা নামে এক ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বিকাল ৩ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। ফাতেমা একই গ্রামের আব্দুর রহিমের মেয়ে।




প্রতিবেশী জহুরুল ইসলাম রানা টিনিউজকে জানান, ফাতেমা ও আরেক এক শিশু মিলে বাড়ির পাশের ব্রীজের পাশের একটি পুকুর পাড়ে খেলতে ছিল। এক পর্যায়ে পানিতে ডুবে যায়। স্বজনরা পুকুর পাড়ে এসে দেখে ফাতেমা পানিতে ভেসে ওঠেছে। পরে তাকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে টিনিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ