ভূঞাপুরে এমপির বিরুদ্ধে পৌর মেয়রের সংবাদ সম্মেলন

87

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ভূঞাপুর প্রেসক্লাবে স্থানীয় এমপির বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করা হয়।




এ সময় তিনি সাংবাদিকদের জানান, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) গোপালপুরের আলমনগর এলাকায় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের নির্দেশনায় ওই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে তার গাড়ি বহরে অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। ওই হামলার ঘটনায় তার কর্মী-সমর্থক ও সাংবাদিকসহ ১৫-২০ আহত হয়েছে। তার মধ্যে কয়েকজন ভূঞাপুর এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।




তিনি আরও জানান, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এবার তিনি নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন। বিষয়টি বর্তমান এমপি মহোদয় মেনে নিতে পারছেন না। তাই তার বিভিন্ন কর্মসূচিতে তার ক্যাডার বাহিনী দিয়ে হামলা করছে। তার সমর্থকদের এমন ন্যাক্কারজনক কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Comments are closed.

ব্রেকিং নিউজঃ