ভূঞাপুরে এক শিক্ষক ও ১০ পরীক্ষার্থীকে বহিস্কার

0 232

অভিজিৎ ঘোষ, ভূঞাপুর ॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় একজন শিক্ষক ও ১০জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ইংরেজি ১ম পত্র পরীক্ষায় ভূঞাপুর মডেল সরকারি বিদ্যালয় ভেন্যূতে ওই পরীক্ষার্থীদের বহিস্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
বহিস্কৃতরা হলো- ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়া লোকেরপাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের ৭জন, ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়ের ২জন ও জুঙ্গীপুর রুলীপাড়া উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। বহিস্কৃত শিক্ষার্থীরা অনিয়মিত পরীক্ষার্থী ছিল।
অন্যদিকে উপজেলার নিকরাইলের পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হলে পরীক্ষার্থীকে প্রশ্নের উত্তর বলে দেয়ার দায়ে দায়িত্বরত শিক্ষককে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত শফিকুল ইসলাম কালিহাতী উপজেলার চরসিঙ্গুলী মসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
এর আগে ভূঞাপুরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি টিনিউজকে জানান, পরীক্ষা কেন্দ্রের পরিবেশ খুব ভাল। শান্তিপূর্নভাবে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ টিনিউজকে জানান, ইংরেজি বিষয়ের পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন বিদ্যালয়ের ১০জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এরআগে তাদের কাছ থেকে নকল পাওয়া গেছে। এছাড়াও একজন শিক্ষককে বহিস্কার করা হয়েছে। নকলের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ