ভূঞাপুরে অংশগ্রহণমূলক ও অবাধ সুষ্ঠু নির্বাচন চায় নাগরিক সমাজ
ভূঞাপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে “ভোটার সচেনতা ও সক্রিয় নাগরিকত্ব বিষয়ক প্রকল্প’র আওতায় স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক বিরাজমান অস্থিরতারোধসহ সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় নাগরিক সমাজের প্রতিনিধিরা। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশের উদ্যোগে ভূঞাপুর-বঙ্গবন্ধু আঞ্চলিক মহাসড়কের বাগবাড়ী এলাকায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সুজনের সভাপতি মির্জা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সম্পাদক সন্তোষ কুমার দত্ত এবং দি হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা মাহমুদ আলীর সঞ্চালনায় অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন- পিএফজি’র সম্বনয়কারী শাহ্ আলম প্রামাণিক, আব্দুস সালাম, অধ্যাপক আখতার হোসেন খান, গোপালপুর সুজন সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মনিরুজ্জামান তরফদার বাবু, সাংবাদিক সিরাজুল ইসলাম কিসলু, মিজানুর রহমান, ফরমান শেখ ও আব্দুর রহিম মিঞা প্রমুখ।