ভুঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে নবীন বরণ

0 241

Tangail-ibrahim_kha_college-19.10.2015স্টাফ রিপোর্টারঃ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ সরকারি কলেজের নবীন বরণ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামান এমপি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূঞাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা নির্বাহী অফিসার আবদুল আওয়াল, উপজেলা বাকশিস’র সাধারণ সম্পাদক ও নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আশরাফ আলী, লোকমান ফকির মহিলা কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার প্রমুখ।
নবীন বরণ শেষে বরেণ্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ