ভাসানী বিশ্ববিদ্যালয়ে আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন
মাভাবিপ্রবি প্রতিনিধি ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গাড়ী ভাঙচুর ও টেক্রটাইল বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সাথে অসদাচরণ ও মুঠো ফোনে ভাইস-চ্যান্সলরকে হুমকি প্রদানকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মাভাপ্রিবি সাংবাদিক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন পালিত হয়।
এ সময় মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির সাথে একাতœতা প্রকাশ করে মাভাবিপ্রবি শিক্ষক সমিতি, মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন ও ৩য়-৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি অংশগ্রহণ করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সংবাদিক সমিতির সভাপতি শাহরিয়ার রহমান সৈকত, সাধারণ সম্পাদক মোহাইমিনুল কাইয়্যুম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহিন উদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. এ.এস.এম সাইফুল্লাহ, রেজিষ্ট্রার ড. মুহম্মদ তৌহিদুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশন সভাপতি মফিজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মামলা হওয়ার পরও পুলিশ আসামীদের গ্রেফতার করছে না। তারা পুলিশের রহস্যজনক নিরব ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেন। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।