ভাসানীর মৃত্যু বার্ষিকীতে ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ওয়ার্কার্স পার্টির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড গোলাম নওজব পাওয়ার চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য, সংসদ সদস্য কমরেড হাজেরা সুলতানা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভপিতি ফজলুর রহমান খান ফারুক, ভাসানী গবেষক কবি বুলবুল খান মাহবুব, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড আতোয়ার রহমান, মোজাফফর হোসেন মাষ্টার, টাঙ্গাইল জেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড মাসুকুল হক মুরাদ প্রমুখ।
কমরেড মির্জা গোলাম নবী পলাশের সঞ্চালনায় বক্তারা ভাসানীর রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করেন।