ভাতকুড়ায় বাস চাপায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়ায় বাস চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম কৃষ্ণ সেন (২২)। তার পিতার নাম নির্মল সেন। বাড়ি শহরের আদালত পাড়ায়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঢাকা থেকে বগুড়াগামী আর.কে পরিবহনের একটি যাত্রীবাহি বাস বিকেলে ভাতকুড়ায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী কৃষ্ণ সেন মারা যান।