বোরো ধানের চারা রোপণে ব্যস্ত টাঙ্গাইলের কৃষকরা

83

স্টাফ রিপোর্টার ॥
বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের কৃষকরা। আমন ধান ঘরে তোলার পর শীত উপেক্ষা করে বোরো চাষে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন তারা। দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি ধরে রাখতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে সরকারী উদ্যোগে কৃষি বিভাগের পক্ষ হতে প্রনোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের দেয়া হয়েছে ধান বীজ ও সার। বোরো ধানের ফলন বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ।




ইরি-বোরো ধান চাষের গুরুত্বপূর্ণ সময় পৌষ-মাঘ। এই দুই মাস বোরো জমিতে ধানের চারা রোপণ করতে হয়। চারা রোপণে টাঙ্গাইলের কৃষকরা ভোর থেকে জমিতে কাজ করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় টাঙ্গাইলে এবার বীজতলার কোনো ক্ষতি হয়নি। জেলা জুড়ে এখন চলছে ধানের চারা রোপণের মহোৎসব। এ যেনো কৃষকদের ঈদ আনন্দ। কেউ জমিতে সার দিচ্ছেন, কেউ শ্রমিকদের তদারকি করছেন, আবার কেউ চারা রোপন করছেন। অনেকে জমির আগাছা বাছাই করে চারার পরিচর্চা করছেন। এমন মনোমুগ্ধকর দৃশ্য এখন গ্রামাঞ্চলের সর্বত্র। বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে সরকারী উদ্যোগে কৃষি বিভাগের পক্ষ হতে প্রনোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের দেয়া হয়েছে ধান বীজ ও সার। প্রনোদনা কর্মসুচীর বাইরেও অনেক কৃষক তাদের জমিতে বোরো ধান আবাদ করছেন।




কৃষকরা টিনিউজকে জানায়, গত মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় এবং ধানের কাঙ্খিত দাম পাওয়ায় এবারও অধিকাংশ কৃষকরা বোরো ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এ কারনে এবারও বোরো ধানের লক্ষ্যমাত্রার অনেক বেশি ফলন হওয়ার আশা করছেন তারা।




টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাশার টিনিউজকে জানায়, জেলায় এ বছর এক লাখ ৭২ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যে পরিমান বীজ তলা তৈরী হয়েছে তাতে লক্ষ্যমাত্র অর্জিত হবার আশা করছে কৃষি বিভাগ। দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি ধরে রাখতে বোরো ধানের ফলন বৃদ্ধিতে কৃষি বিভাগ হাইব্রিড জাতের বোরো ধান আবাদসহ বিভিন্ন কর্মসুচী হাতে নিয়ে কাজ করছে। কৃষি কর্মকর্তারা জমিতে গিয়ে কৃষকদের সার্বিকভাবে সহযোগিতা করছেন।

Comments are closed.

ব্রেকিং নিউজঃ