বেসরকারী শিক্ষকদের মানববন্ধন ও স্বারক লিপি প্রদান
স্টাফ রিপোর্টারঃ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের ৮ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্বারক লিপি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তাদের দাবি দ্রুত বাস্তবায়ন এবং দাবি আদায় না হলে কঠোর আন্দেলনের ঘোষনা দেয়া হয়।
পরে মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রসাশকের মাধ্যমে প্রধান মন্ত্রি বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।
টাঙ্গাইল জেলা শাখার শিক্ষক সমিতির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামানসহ শতাধিক শিক্ষকরা উপস্থিত ছিলেন ।