বিশ্ব হাত ধোয়া দিবসে সবুজ পৃথিবীর আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুষ্টি শিক্ষা বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ বিষয়ক বেসরকারি সংগঠন ‘সবুজ পৃথিবী’।
বৃহস্পতিবার বিকেলে সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাশিম। প্রধান অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ সদর উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদৎ হোসেন ও শহর সমাজ সেবা অফিসার ফাতেমাতুজ জোহরা। স্বাগত বক্তৃতা করেন সবুজ পৃথিবী’র নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীরা হলো- ‘ক’ বিভাগে প্রথম- নতুন কুঁড়ি কিন্ডার গার্টেনের ফাতিমা খানম, দ্বিতীয় কনফিডেন্স প্রি-ক্যাডেট স্কুলের সিয়াম মিয়া ও তৃতীয়-শাহীন ক্যাডেট স্কুলের মিসকাত মাহমদ। ‘খ’ বিভাগে প্রথম-সৃষ্টি একাডেমিক স্কুলের দিয়া, দ্বিতীয়-একই স্কুলের টুসি ও তৃতীয় কনফিডেন্স একাডেমিক স্কুলের এস এম অপূর্ব রহমান।
‘গ’ বিভাগে প্রথম-সৃষ্টি একাডেমিক স্কুলের সানজিদা তালুকদার সিথি, দ্বিতীয়-কনফিডেন্স একাডেমিক স্কুলের জনি খান, তৃতীয়-একই স্কুলের মারুফ মিয়া।