বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রয়মন আলী তালুকদার ইন্তেকাল করেছেন
মোজাম্মেল হক \
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের নব্বই দশকের সাবেক শিক্ষক আলহাজ্ব রয়মন আলী তালুকদার মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকেল ৩ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর। ঘাটাইল উপজেলার গোকুলনগর গ্রামের মরহুম আহাম্মদ আলী তালুকদারের ছেলে রয়মন আলী তালুকদারের ঘরে ৫ ছেলে ১ মেয়ে। বড় ছেলে শাহিন তালুকদার দুইবছর পূর্বে স্ট্রোক করে মারা গেছেন। ২য় ছেলে শহিদুল ইসলাম স্বপন, ৩য় ছেলে রিপন তালুকদার, ৪র্থ ছেলে মোবিন তালুকদার ও ৫ম শরিফুল ইসলাম সিয়াম এবং একমাত্র মেয়ে হ্যাপী তালুকদার।
রয়মন আলী তালুকদার ষাট দশকে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে চাকুরীতে যুক্ত হয়ে টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ড আদি টাঙ্গাইলে নিজস্ব বাড়ী তৈরী করে দীর্ঘদিন বসবাস করেন। ১৯৯৩ সালে শিক্ষকতায় পেশা থেকে অবসর গ্রহন করে দেশের বাড়ী গোকুলনগরে অবস্থান করেছেন। তিনি পৌর এলাকায় থাকাকালীন আদিটাঙ্গাইল বাইতুল আমান(ছাপড়া মসজিদ) জামে মসজিদের সভাপতি ছিলেন দীর্ঘদিন। আদিটাঙ্গাইল বাইতুল আমান জামে মসজিদে আসর নামাজের পর তার জানাযা হয়।
জানাজার সময় বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। তিনি বলেন“ রয়মন আলী স্যার আমারও শিক্ষক ছিলেন। তিনি খুবই শান্তপ্রিয় শিক্ষক। তিনি আমাদের গণিত সুন্দরভাবে পড়াতেন”। এছাড়া বর্তমান কয়েকজন শিক্ষকবৃন্দছাড়াও বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রবৃন্দ জানাযায় অংশগ্রহন করে। দেশের বাড়ী ঘাটাইল উপজেলার গোকুলনগরে তার দ্বিতীয় জানাযা শেষে সেখানে তার দাফন সম্পন্ন হয়।