“বিটেক বন্ধু” ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ৩০ নভেম্বর

0 215

2বিটেক সংবাদদাতাঃ

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) শুরু হওয়া “বিটেক বন্ধু” ইন্ট্রা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
জানা গেছে, গত ২২ নভেম্বর থেকে ক্যাম্পাসের সেন্ট্রাল স্পোর্টস গ্রাউন্ডে টুর্নামেন্টটি শুরু হয়। এতে মোট ৫টি দল অংশগ্রহণ করেছিল। দলগুলো হল- কিংস ইলেভেন অব বিটেক (১ম বর্ষ), সিনজিং বার্নারস (২য় বর্ষ), স্পীড বিটারস (৩য় বর্ষ), সিল্ক স্টারস (৪র্থ বর্ষ), ইলেভেন টুইস্ট (৪র্থ বর্ষ) । সবগুলো দলকে পেছনে ফেলে শেষ পর্যন্ত সিল্ক স্টারস ও কিংস ইলেভেন অব বিটেক ফাইনালে পৌঁছেছে।
শনিবার অনুষ্ঠিত সেমিফাইনালে স্পীড বিটারস ও সিল্ক স্টারস এবং কিংস ইলেভেন অব বিটেক ও সিনজিং বার্নারস মুখোমুখি হয়।
দিনের প্রথম ম্যাচে নির্ধারিত ১৪ ওভারের খেলায় সিল্ক স্টারস প্রথমে ব্যাট করে ১০৩ রান করে। পরে গতবারের চ্যাম্পিয়ন স্পীড বিটারস ব্যাট করে ৮৩ রান তুলতে সমর্থ হয়। এই ম্যাচে সিল্ক স্টারস ২০ রানে জয়ী হয়। দিনের দ্বিতীয় ম্যাচে সিনজিং বার্নারস ১৪ ওভারে মাত্র ৬৯ রান করে। পরে কিংস ইলেভেন ব্যাট করে ১০.২ ওভারেই ৬ উইকেটে ম্যাচটিতে জয়লাভ করে।
ম্যান অব দ্যা ম্যাচ হন সিল্ক স্টারসের ইমন (৫০ রান ও ৫ উইকেট) এবং কিংস ইলেভেনের নাছিমুল হাসান নাহিদ (৩ উইকেট) ।
উল্লেখ্য, টুর্নামেন্টটি ছাত্রসংগঠন স্টুডেন্টস ইউনিটি অব বিটেক (সাবটেক) আয়োজন করেছে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ