বিটেক আবাসিক হোস্টেলের দায়িত্বে প্রফেসর কবীর
বিটেক সংবাদদাতাঃ
বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাসিট্যান্ট প্রফেসর কবীর হোসেন পাটোয়ারীকে বিটেকের আবাসিক হলসমূহের দায়িত্ব প্রদান করা হয়েছে। বিটেক প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রশাসন জানায়, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের লেকচারার আহসানুল্লাহ অন্যত্র বদলি হওয়ায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে কবীর হোসেন পাটোয়ারীকে তাঁর জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে। দায়িত্বকালীন সময়ে তিনি বিটেকের ছাত্রদের দুইটি আবাসিক হোস্টেলের হল সুপারের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, বিটেকে যোগদানের পূর্বে কবীর হোসেন পাটোয়ারী ঢাকার ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষকতা করেছেন। এছাড়া তিনি সামাজিক ও সাংস্কৃতিক নানা কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।