স্টাফ রিপোর্টারঃ
বিএনপি কেন্দ্রীয় নেতা সামছুজ্জামান দুদু বলেছেন, বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার, মামলা হামলা করে হয়রানী করা হচ্ছে। সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ত্রাসের রাজত্ব কায়ের করেছে। তিনি বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলে দলীয় মেয়র প্রার্থী মাহমুদুল হক সানুর পক্ষে নির্বাচনী প্রচারণায় এসে এমন মন্তব্য করেন।
নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান। গণতন্ত্র রক্ষায় বিএনপি ও আওয়ামী লীগ সহ সকল দলকে এগিয়ে আসতে হবে। অন্যথায় দেশের ভবিষ্যত হুমকির মধ্যে পড়বে বলে মন্তব্য করেন দুদু।
পরে তিনি টাঙ্গাইল পৌরসভার বিএনপি দলীয় মেয়র প্রার্থী মাহমুদুল হক সানুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ সামছুল আলম তোফাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।