বাসাইল ডিগ্রী কলেজে পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল
বাসাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের বাসাইল ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) সিনিয়র সহকারি সচিব আমিন শরিফ সুপন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রাহাত হাসান টিপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, বীরমুক্তিযোদ্ধা শামছুল আলম খান, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মিঞা, সাবেক ভিপি জাদিদুর রহমান খান রুনু, সাবেক এজিএস মামুন আল খান নবু, রফিকুল ইসলাম, বাসাইল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাজাহান হোসেন মিয়া, সাবেক কলেজের ছাত্র নেতা আব্দুস ছাত্তার জমাদার, জয়নাল মাষ্টার, বাসাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা নজরুল ইসলাম। আলোচনা শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া করা হয়। এবছর প্রতিষ্ঠানটি হতে ৩৫০জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে।