বাসাইল আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন
স্টাফ রিপোর্টার \
সত্তরে যেমন গণজোয়ার সৃষ্টি হয়েছিল আগামী নির্বাচনেও আবার বাংলাদেশের মানুষের মাঝে আওয়ামী লীগের প্রতি গণজোয়ার হবে। কারণ জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবে পরিণত হয়েছে, উন্নয়নের মাধ্যমে এখন দেশকে র্স্মাট বাংলাদেশ হিসেবে গড়ছেন তিনি। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়র রহমানের সভাপতিত্বে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ স্থানীয় বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এ কথা বলেন।
তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম করার জন্য আহবান জানান। তিনি আরো বলেন, আমি জনগনের একজন সেবক ও শেখ হাসিনার একজন কামলা হিসেবে কাজ করেও যাচ্ছি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার, বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, স্থানীয় আওয়ামী লীগ নেতা সরকার মোহাম্মদ ফারুক, আমিন শরীফ সুপন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক। অনুষ্ঠান শেষে দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।