বাসাইলে হেরোইনসহ তিনজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার /
টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় র্যাবের অভিযানে তিনজন মাদক চোরাকারবারী গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩১৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৪ এপিল) দিবাগত রাতে র্যাবের এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলো,
টাঙ্গাইাল জেলার বাসাইল থানার করাতিপাড়া গ্রামের মৃত সামাদ বেপারীর মেয়ে ছাফাতুন আক্তার ওরফে রুবি বেগম (৪০), মৃত আঃ লতিফের ছেলে মনোয়ার হোসেন (৪৮), এবং জামালপুর জেলার সরিষাবাড়ি থানার শিমলা পল্লী (পূর্ব পাড়া) গ্রামের মৃত জবান আলীর ছেলে মোঃ আব্দুল আজিজ (৫৫)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তারা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করত। তারা রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক টাঙ্গাইল জেলার বাসাইল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।