বাসাইলে শিক্ষক-শিক্ষার্থীদের সংর্বধনা ও মেধাবী দরিদ্রদের বৃত্তি প্রদান
বাসাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে বৃহস্পতিবার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, দরিদ্রদের মধ্যে বিনামুল্যে চিকিৎসা সেবাসহ ঔষুধ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠিত হয়। উপজেলার সুন্না আব্বাসিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিন।
হেল্প এন্ড নলেজ বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরকর্প ডেনিম লিমিটেডের ডেপুটি ডাইরেক্টর গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাভানা ফার্মাসিটিক্যাল্স’র সহকারি ব্যবস্থাপক সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম, উইনরক ইন্টার ন্যাশনাল বাংলাদেশের মাঠ সমন্বয়কারি কৃষিবিদ শাহাদত হোসেন প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন হেল্প এন্ড নলেজ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে হেল্প এন্ড নলেজ বাংলাদেশের বাস্তবায়নে ও ইকনা কানাডা’র অর্থায়নের বাস্তবায়িত প্রকল্পে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, শিক্ষা সামগ্রী, দূস্থ ও দরিদ্রদের মধ্যে বিনামূলে চিকিৎসা সেবাদান সহ ঔসুধ, টিওবওয়েল, সেলাইমেশিন বিতরণ, সংবাদকর্মী, কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।