বাসাইলে মাঘী পুর্নিমার পুণ্যস্নান ও ডুবের মেলা অনুষ্ঠিত
বাসাইল প্রতিনিধি//
টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাশড়া সৈয়দামপুর গ্রামে বংশাই নদীতে রোববার (৫ ফেব্রুয়ারী) হিন্দু ধর্মাবল্বীদের মাঘী পূর্ণিমার পুণ্যস্নান ও ডুবের মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন স্থান হতে আসা হিন্দু নর-নারী পাপ মুক্তির আশায় বংশাই নদীর জলে পুজার্চ্চণা করেন এবং পুণ্যস্নানে অংশ নেন। এ উপলেক্ষে নদীর পারে গ্রামীন মেলা বসে। যা স্থানীয় ভাবে ডুবের মেলা নামে পরিচিত। স্থানীরা জানান, ব্রিটিশ শাসনামল থেকে প্রতিবছর এখানে মাঘী পুর্নিমা তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।
Comments are closed.