বাসাইলে মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0 68

বাসাইল প্রতিনিধি ॥

টাঙ্গাইলের বাসাইলে মডেল মসজিদের দুয়ার খুলেছে সোমবার (১৭ এপ্রিল)। বাসাইল পৌরসভা এলাকায় নির্মিত এই প্রথম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি  প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভর্চ্যুয়ালি উদ্বোধন করেন।

নবনির্মিত এই মসজিদে একসঙ্গে ১ হাজার ২৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এখানে নারী ও প্রতিবন্ধীদের জন্যও নামাজ এবং ওযুর পৃথক সুব্যবস্থা রয়েছে।

এটা শুধু মসজিদ না, ইবাদতের পাশাপাশি একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও। চার তলা বিশিষ্ট সাড়ে ৪ হাজার বর্গমিটারের মসজিদের দুই ও তিন তলায় রয়েছে মূল নামাজ ঘর।

আর প্রথম ও চতুর্থ তলায় রয়েছে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামী বই বিক্রয় কেন্দ্র, অটিজম কর্নার, ইসলামী গবেষণা ও দ্বীনি দাওয়াহ কার্যক্রম, ইসলামি লাইব্রেরি, হেফজ খানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, দেশি-বিদেশিদের আবাসন ও অতিথিশালা, মরদেহের গোসল ও কাফনের সুব্যবস্থা, ইমাম-মুয়াজ্জিনদের আবাসন। সেই সঙ্গে হজে গমনেচ্ছুদের নিবন্ধন ও প্রশিক্ষণ কার্যক্রমের অফিসও রয়েছে এখানে।

 




এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, পৌরমেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আরিফুন্নাহার রিতা,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান,টাঙ্গাইল গণপূর্ত উপ বিভাগীয় প্রকৌশলী মাহাদিফুজ রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শার্লী হামিদ,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম,বাসাইল থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউজ,সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল,বাসাইল ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ফাইজার রাসেল আহমেদ প্রমুখ।



Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ