বাসাইলে বেগম রোকেয়া দিবস পালিত
বাসাইল সংবাদদাতাঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় টাঙ্গাইলের বাসাইল উপজেলায় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, ইউপি চেয়ারম্যান মামুন-অর-রশিদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন। অনুষ্ঠান শেষে উপজেলার ৫ জন জয়িতাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।