বাসাইলে বিশ্ব মা দিবস পালিত
বাসাইল প্রতিনিধি ॥
শেখ হাসিনার বারতা ‘নারী পুরষ সমতা’ এই শ্লোগানে টাঙ্গাইলের বাসাইলে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। বিশ্ব মা দিবস উপলক্ষে রোববার (১৪ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছা: আমেনা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হযরত আলী সহ প্রমুখ।
এ সময় বিভিন্ন গ্রাম থেকে আসা দুস্থ মায়েদের হাতে সুজি, ডাল, চিনি, সাবান, তেল তুলে দেওয়া হয়।