বাসাইলে বাল্য বিবাহ নারী নির্যাতন প্রতিরোধ অবহিতকরণ সভা
বাসাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধমূলক বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সততা উন্নয়ন সংস্থা (সুইস) নির্বাহী পরিচালক আয়েশা ছিদ্দিকা, প্রশিক্ষক স্বপ্না সরকার, সাংবাদিক এনায়েত করিম বিজয় প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কাউলজানী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল সিকদার। বক্তারা বাল্য বিবাহ বন্ধে এবং নারী নির্যাতন প্রতিরোধমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। ইউনিয়নের প্রায় এক শতাধিক নারী এ অবহিতকরণ সভায় অংশ নেন।