বাসাইলে বালু ব্যবসায়ীর ৭ দিনের জেল
বাসাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৭ দিনের জেল দেয়া হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুন নাহার এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার কাঞ্চনপুরের আমজাত হোসেনের ছেলে আলী হোসেন।
জানা যায়, উপজেলার বালিনা এলাকায় ঝিনাই নদী সংলগ্ম সরকারি খাস জমি থেকে আলী হোসেন অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এমন খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার নির্দেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুন নাহার এ তথ্যটি নিশ্চিত করে টিনিউজকে বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।