বাসাইলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
বাসাইল সংবাদদাতাঃ
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলে শুক্রবার সকালে বই বিতরণ উৎসব-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে এক যুগে বই বিতরণ করা হয়। তবে কেন্দ্রীয় ভাবে বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২০১৬ সালের বই বিতরণ উৎসবের উদ্ধোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিনের সভাপতিত্বে অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মুজিবুল আহসান, প্রাথমিক শিক্ষা অফিসার আকলিমা চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আল-আমিন, বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মঞ্জু শ্রী রায় প্রমুখ। অনুষ্ঠানে উৎসবমূখর পরিবেশে অতিথিরা ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন।