বাসাইলে নারী উন্নয়ন ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

258

1বাসাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় নারী উন্নয়ন ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নূরুল ইসলাম প্রমূখ। বক্তারা বাল্য বিয়ে, নারীদের সচেতনা, স্বক্ষমতা বৃদ্ধি ও তাদের অধিকার রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।