বাসাইলে তথ্য অধিকার আইন বিষয়ে অবহিতকরণ সভা
বাসাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের বাসাইলে তথ্য অধিকার আইন-২০০৯ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের উদ্যোগে রোববার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের যুগ্ম সচিব (পরিচালক প্রশাসন) মুহিবুল হোসেইন।
উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন আল মাজিদি শীষ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি প্রমূখ।
তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে উপস্থিত জনসাধারণ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন যুগ্ম সচিব মুহিবুল হোসেইন।