বাসাইলে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

48

অর্ণব আল আমিন, বাসাইল ॥
‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের বাসাইলে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ পালিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা। আলোচনা শেষে র‌্যালী অনুষ্ঠিত হয়।




এ সময় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছেন দেশের সকল পর্যায়ের জনগোষ্ঠী। এ প্লাটফর্ম মানুষের জীবনকে সহজ ও সুন্দর করেছে। দূর করেছে ভোগান্তি, সাশ্রয় হয়েছে অর্থ ও সময়। উন্নয়নের অগ্রযাত্রায় ডিজিটাল বাংলাদেশ পরিপূরক ভূমিকা পালন করছে।




এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান, একাডেমিক সুপারভাইজার আল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও কর্মসূচিতে অংশ নেন।

Comments are closed.

ব্রেকিং নিউজঃ