বাসাইলে গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

0 59

অর্ণব আল আমিন, বাসাইল ॥
টাঙ্গাইলের বাসাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে বাসাইলে আরও ২২টি ভূমিহীন পরিবার ঘর ও জমি পেলেন।




এ উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাদত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, বাসাইল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহমেদসহ ইউপি চেয়ারম্যান বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২২টি ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও কাগজপত্র হস্তান্তর করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ