বাসাইলে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত
অর্ণব আল আমিন, বাসাইল ॥
মাদক সেবন রোধ করি, সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যে বাসাইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে। রোববার (২৬ জুন) বিকালে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজি অলিদ ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান,বাসাইল থানা(তদন্ত ওসি)আবু হানিফ মিয়া,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা বাবুল হাসান প্রমুখ।