বাসাইলে অগ্নিকান্ডে একজন নিহত
বাসাইল প্রতিনিধি//
টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়াবাজারে অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিহতের নাম সৈয়দ মঞ্জুরুল ইসলাম(৬০)। তিনি আইসড়া গ্রামের মৃত সৈয়দ আনোয়ার হোসেনের ছেলে। মঞ্জুরুল পেশায় দর্জি ছিলেন।
স্থানীযরা জানান, রোববার (৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২টার দিকে আইসড়া বাজারে নিজের দোকানে কাপড় আয়রন করছিলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। ধারণা করা হচ্ছে এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতহয়। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকান গুলোতে আগুন ছড়িয়ে পড়ে। তিনি দোকান থেকে বের হতে পারেননি। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ সময় আশেপাশের চারটি দোকান পুড়ে যায়।
বাসাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার লিডার মোঃ মাজহারুল ইসলাম জানান, তারা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান। ভোর সাড়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি দোকানপুড়ে গেছে। এতে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। সোমবার (৬ ফেব্রুয়ারী) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।
Comments are closed.