বাসাইলের হাবলায় ননি স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোজাম্মেল হক ॥
টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে নুরুল ইসলাম খান ননি স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) বিকেলে হাবলা উত্তর পাড়া অরুণ সংসদ মাঠে অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নাগরপুর উপজেলার বারাপুষা জারা স্পোর্টিং ক্লাব (১০০-৮৭) পয়েন্টে মির্জাপুর উপজেলার চুকুরিয়া আজাদ সমাজ কল্যাণ সমিতি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
হাবলা উত্তর পাড়া অরুণ সংসদ আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আমীন শরীফ সুপন খেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাসনস গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান লিটন। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাঃ আব্দুর রহমান খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান গাউস, হাবলা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম, হাবলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজম আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিপলু। খেলায় সার্বিক সহযোগিতা করেন হাবলা অরুণ সংসদ ক্লাবের সভাপতি পাপন রহমান ও সাধারণ সম্পাদক লিটন হোসেন খান।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে নগদ এক লাখ বিশ হাজার টাকা এবং রানার্সআপ দলকে সত্তুর হাজার টাকা পুরস্কার দেয়া হয়। বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়ক হরশিত বিশ্বাসসহ সেনাবাহিনী ও বিভিন্ন ক্লাবের জাতীয় তারকা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। আকর্ষনীয় ফাইনাল খেলা দেখতে প্রায় দশ হাজার দর্শকের উপস্থিতি ছিল। টুনামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে।
দু’দলে যারা খেলেছেন তারা হলেন- বারাপুষা জারা স্পোর্টিং ক্লাবঃ- হরশিত বিশ্বাস (অধিনায়ক), ওমর আলী, প্রান্ত, জাহিদ, রেদোয়ান, পাভেল, রিসালাত, তানভীর, অজয়, প্রিয়, রাতুল ও জাকির।
চুকুরিয়া আজাদ সমাজ কল্যাণ সমিতিঃ- মহসিন (অধিনায়ক), হাকিম, রাশেদ, রাজু, সোহাগ, রনি, মাসুদ, সুজন, নাঈম ও আশিক।