বাসাইলের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ
স্টাফ রিপোর্টার ॥
বাসাইলের কাশিলে সামাজিক সেচ্ছাসেবামুলক প্রতিষ্ঠান টাঙ্গাইল কিং-১২ এর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ মে) বিকেলে কাশিল ঈদগাহ মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় এর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তরুণ ইউসুফ, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আঃ ছাত্তার জমাদার, বাসাইল প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম।
কে.বি. এন. বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল কিং-১২ এর উপদেষ্টা আলমগীর হোসেন খান, গ্রুপ অনার মামুন খান, প্রধান সমন্বয়ক রিফাত খান প্রমুখ।