বাসাইলের কাঞ্চনপুর ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
বাসাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর এলাহিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সচিব আমীন শরীফ সোপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল বাতেন, গর্ভনিং বডির সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রহিম খান জাহাঙ্গীর, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী, দলিল লেখক আব্দুস সামাদ ফারুকী, আব্দুল হামিদ খান মানু প্রমুখ।